TODAY NEWS

বেলভিউতে ভরতি থাকা অবস্থায় নারায়ণ দেবনাথ বাঁটুলের ছবি আঁকলেন, দেখুন সেই ভিডিও

শিল্পকলার জগতে নারায়ণ দেবনাথ এক কালজয়ী নাম। বাঙালির ছোটবেলার সঙ্গে তাঁর নাড়ির টান। 
তাঁর সৃষ্টির টানে নস্ট্যালজিয়া ডুবে যায় বাঙালি। বাঙালির সেই প্রিয় মানুষ এবার পদ্ম সম্মানে বিভূষিত হচ্ছেন। প্রসাধন সামগ্রীর লোগো, মাস্টারহেড, সিনেমা কোম্পানির লিফলেটে কাজ জুটলেও তাঁর স্বপ্ন সার্থক হয়েছিল শুকাতারা পত্রিকা হাতে আসার পর। তাঁর সেই সৃষ্টিই তাঁকে এক অনন্য সম্মান এনে দিয়েছে।
তাঁর অসুস্থতার কারণে শুক্রবার সন্ধ্যা নাগাদ ভর্তি করা হয় কলকাতা মিন্টো পার্ক এলাকার এক বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনিতেও সমস্যা রয়েছে তাঁর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় তিনি ভুগছিলেন। এ বছরেই কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। 
বেলভিউতে ভর্তি থাকা অবস্থায় সেখানে ব্রেন ফাংশন টেস্টের জন্য ওনাকে বাঁটুলের ছবি আঁকতে বলা হয়েছে আসুন দেখেনই.



No comments